মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত বাড়িতে যাওয়া ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্য নেই বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। বাইডেনের ডেলাওয়্যারের বাড়ি থেকে রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধারের ঘটনায় ‘ভিজিটর লগ’ বা সেখানে যাওয়া ব্যক্তিদের তথ্য জানতে চেয়েছিল রিপাবলিকানরা।
হোয়ইট হাউসের কৌঁসুলির কার্যালয় থেকে সোমবার বলা হয়েছে, প্রেসিডেন্টদের ব্যক্তিগত বাড়িতে কারা যান সে ব্যাপারে তথ্য রাখা আদর্শ অভ্যাস নয়।
বিবিসি জানিয়েছে, জো বাইডেনের বাড়িতে এবং ওয়াশিংটনে তার ব্যবহৃত সাবেক একটি অফিসে অন্তত ২০টি নথি পাওয়া গেছে।
ওবামার আমলে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, নথিগুলো ওই সময়ের। সেসব নথির মধ্যে কিছু আবার 'টপ সিক্রেট'। সেসব নথি ফাঁস হয়ে গেলে রাষ্ট্রীয় বড় ধরনের ক্ষতির ঝুঁকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, একজন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর হোয়াইট হাউসের সমস্ত ফাইল ‘ন্যাশনাল আর্কাইভস’ এ অবশ্যই জমা দিতে হয়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ