ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার জেনিনে অভিযানে নেমে ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বৃদ্ধ নারীও রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনের পরিস্থিতি উত্তপ্ত। ইসরায়েলি হামলায় অনেকে আহত হয়েছেন। তাদের হাসপাতালে আনা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পশ্চিম তীরের জেনিনে গত বছর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। সেখানে প্রতিরোধ যোদ্ধারা সংগঠিত হচ্ছে এমন অভিযোগ তাদের।
বৃহস্পতিবার ৯ জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ২৯ জনে। যার মধ্যে আছে ৫ শিশু।
ইসরায়েল অভিযানের তথ্য নিশ্চিত করে বলেছে, ইসলামিক জিহাদি যোদ্ধারা বড় আক্রমণের পরিকল্পনা করছে। তাদের বিরুদ্ধে জেনিনে বিশেষ বাহিনী পাঠানো হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা প্রকাশ্যে গুলি চালানোর পর ইসরায়েলি সেনারাও গুলি চালিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল