২৯ জানুয়ারি, ২০২৩ ২২:২৫

পাকিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

পাকিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

প্রতীকী ছবি

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। রবিবার দুপুরে পাকিস্তানের রাজধানীইসলামাবাদসহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ইসলামাবাদ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি এবং অন্যান্য এলাকায় কম্পন অনুভূত হয়।

এর আগে, শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে। সেখানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরও আট শতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার পশ্চিম আজারবাইজান প্রদেশের খয় শহরে স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের ৭০টি গ্রামে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযানে নেমেছিলেন উদ্ধারকর্মীরা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর