৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৭

শক্তিশালী ভূমিকম্পে সিরিয়ায় নিহত অন্তত ৪২

অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে সিরিয়ায় নিহত অন্তত ৪২

সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পে উত্তর সিরিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০০ জন। দেশটিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান চলছে। 

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি, আল জাজিরা ও খালিজ টাইমস-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এর আগে একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূকম্পনটি ছিল ৭ দশমিক ৮ মাত্রার। স্থানীয় সময় সোমবার ৪টা ১৭ মিনিটে হওয়া এই ভূমিকম্পের কম্পন দেশটির রাজধানী আঙ্কারাসহ তুরস্কের সব অঞ্চলে অনুভূত হয়েছে। সূত্র: আল জাজিরা, খালিজ টাইমস, এএফপি

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর