১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১২

আফ্রিকান ইউনিয়নের সম্মেলন থেকে ইসরায়েলি প্রতিনিধিদল বহিষ্কৃত

অনলাইন ডেস্ক

আফ্রিকান ইউনিয়নের সম্মেলন থেকে ইসরায়েলি প্রতিনিধিদল বহিষ্কৃত

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরায়েলের একটি পর্যবেক্ষক দলকে বের করে দেয়া হয়েছে। 

রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের একটি প্রতিনিধিদল অংশ নেয় এবং এ বিষয়ে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা বারবার আপত্তি জানায়। এতে সম্মেলন স্থল থেকে ইসরায়েলি প্রতিনিধিদলকে বের করে দেয়া হয়।

এ বিষয়ে ইসরায়েলের ওয়ালা নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সম্মেলন স্থলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরায়েলি প্রতিনিধিদলকে সম্মেলন কেন্দ্র থেকে সরিয়ে নেয়।

ভিডিও ফুটেছে দেখা যায়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক উপ মহা পরিচালক শ্যারন বার-লি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক মিনিট তর্ক বিতর্ক করার পর সম্মেলন স্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। 

এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়ার প্রশ্নে সংস্থায় ব্যাপক তর্ক বিতর্ক হয়। সে সময় প্রচণ্ড রকমের মতবিরোধ এড়াতে ৫৫ জাতির এ জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল। 

সূত্র : রয়টার্স।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর