২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৩৬

গোলাগুলির পর বন্ধ আফগানিস্তান-পাকিস্তানের তোরখাম ক্রসিং

অনলাইন ডেস্ক

গোলাগুলির পর বন্ধ আফগানিস্তান-পাকিস্তানের তোরখাম ক্রসিং

তোরখাম সীমান্ত ক্রসিংয়ের একটি দৃশ্য

আফগানিস্তান-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম বন্ধ রাখা হয়েছে। আফগানিস্তান কিংবা পাকিস্তান কারা এটা বন্ধ করেছে তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, গোলাগুলির পর সোমবার অন্যতম ব্যস্ত এই সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে।

আফগান পার্শ্বের তালেবান নিয়োগকৃত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ সিদ্দিক বলেছেন, পাকিস্তান তাদের অঙ্গীকার পূরণ করছে না। এ কারণে সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে। আফগান নাগরিকদের সীমান্ত অঞ্চলে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে খালিদ খান নামে পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তা  বলেন,  তোরখাম সীমান্তে গুলিবিনিময় হয়েছে।

তেহরিক- ই তালেবান ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর