২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:১৬

আকস্মিক সফরে ইউক্রেনে বাইডেন

অনলাইন ডেস্ক

আকস্মিক সফরে ইউক্রেনে বাইডেন

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখনও চলছে এ অভিযান। ইউক্রেনে রুশ অভিযানের বর্ষপূর্তি উপলক্ষে কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

সোমবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রুশ আক্রমণের বার্ষিকীর আগে আকস্মিক সফরে কিয়েভে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট পোল্যান্ডের সীমান্ত থেকে এক ঘণ্টার ট্রেনে চড়ে কিয়েভ পৌঁছেন। 

তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ইউক্রেনের রাজধানীতে হাঁটছেন এবং শহর জুড়ে বিমান হামলার সতর্কবার্তা শোনার সাথে সাথে তারা সেন্ট মাইকেলের মঠ পরিদর্শন করেছিলেন।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা যায় তাকে। বিশেষ এই সফরে জেলেনস্কির সঙ্গে যুদ্ধের সার্বিক বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

সূত্র : গার্ডিয়ান।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর