২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:২৩

রাশিয়াকে জানিয়েই ‘গোপনে’ বাইডেনের ইউক্রেন সফর !

অনলাইন ডেস্ক

রাশিয়াকে জানিয়েই ‘গোপনে’ বাইডেনের ইউক্রেন সফর !

হঠাৎ করেই ইউক্রেনের রাজধানী কিয়েভে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবারের সেই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করলেন। ঘুরে দেখলেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চল। বাইডেনের এই অকস্মাৎ সফরকে ‘গোপন’ বলেই আখ্যা দিয়েছে বিশ্বের অনেক নামি গণমাধ্যম।

তবে এবার রাশিয়া দাবি করল উল্টো। মস্কোর দাবি অনুযায়ী, বাইডেনের এই গোপন কিয়েভ সফরের কথা আগে থেকেই জানত রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার কাছ থেকে ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই ইউক্রেন সফরে গিয়েছিলেন।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, ইউক্রেন সফরের আগেই জো বাইডেন রাশিয়ার কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পেয়েছিলেন। যদিও কে এই নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি এই রুশ নেতা।

মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে সোমবার লিখেছেন, ‘বাইডেন ইউক্রেনে যাওয়ার পূর্বেই নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছিলেন।’

মেদভেদেভ এতে আরও জানান, ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ সরবরাহ করছে পশ্চিমারা। 

গতকাল সোমবার ইউক্রেন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে ইউক্রেনকে আরও অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।

সূত্র: এনডিটিভি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর