ডোনাল্ড ট্রাম্প এবং নিকি হ্যালির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন 'স্বঘোষিত বুদ্ধিজীবীদের গডফাদার' বিবেক রামাস্বামী (৩৭)। তবে তিনি রিপাবলিকান কিংবা ডেমক্র্যাটিক পার্টি থেকে নয়, ভিন্ন ধারার একটি বামপন্থি হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ২১ ফেব্রুয়ারি। আর সেটি রিপাবলিকানদের মিত্র হিসেবে পরিগণিত হবে।
বায়োটেক উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত এবং ইতিমধ্যেই বহু অর্থবিত্তের মালিক হওয়া বিবেক রামাস্বামী উদিয়মান-বিরোধী আন্দোলনের নেতা হিসেবে প্রার্থীতার ঘোষণা দিয়ে বলেন, আমরা একটি জাতীয় পরিচয় সংকটের মধ্যে রয়েছি। বর্তমানের রাজনৈতিক আবহ একটি মনস্তাত্তিক দাসত্ব গঠন করেছে-যা কারো জন্যেই শুভকর নয়।
ব্যাকগ্রাউন্ডে আমেরিকার পতাকা এবং তার ল্যাপেলে একটি পতাকা পিন দিয়ে আটকিয়ে সরাসরি ক্যামেরার সামনে কথা বলেন বিবেক। বিবেক উল্লেখ করেন, উত্থিত বাম হিসেবে আমি অন্য সকল প্রার্থীকে চুরমার করে নিজের বিজয় ছিনিয়ে আনতে চাই।
উল্লেখ্য, রামাস্বামী হলেন তৃতীয় হাই-প্রোফাইল প্রেসিডেন্ট প্রার্থী, যিনি ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা শুরু করলেন। যদিও তিনি ফেডারেল ইলেকশন কমিশনে প্রার্থীতার জন্যে যে ফরম জমা দিয়েছেন সেখানে নিজেকে রিপাবলিকান পার্টির কাছাকাছি একজন হিসেবে উল্লেখ করেছেন। তবে ভিডিওতে প্রার্থীতা ঘোষণার সময় নিজের পার্টি সম্পৃক্ততার উল্লেখ নেই। আর এভাবে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, প্রথাগত রাজনৈতিক কাঠামোর বাইরে থেকে তিনি তার যোগ্যতার আলোকে ভোট চাইবেন। ইতিমধ্যেই তিনি আইওয়ার মত আগাম ভোট গ্রহণের রাজ্যগুলোতে সভা-সমাবেশ করেছেন। এবং সাধারণ মানুষেরা তাকে আন্তরিক অর্থেই স্বাগত জানিয়েছে। যদিও প্রবীন রাজনীতিকরা বিবেককে বৃহত্তর রাজনৈতিক ময়দানে খুবই অপরিচিত হিসেবে মন্তব্য করছেন। বায়োটেক সেক্টরে বিশেষ সমৃদ্ধি লাভ করে নিজের ভাগ্য প্রসন্ন করলেও তার বেশী পরিচিতি এসেছে ফক্স নিউজের টক শো-তে উপস্থিতি এবং নিউইয়র্ক টাইমসের দৃষ্টিতে সবচেয়ে বেশী বিক্রি হওয়া বইয়ের লেখক হিসেবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, প্রেসিডেন্ট পদে দলীয় কোনো মনোনয়ন লাভ করা তার জন্যে খুবই কঠিন হবে। তবে রিপাবলিকান পার্টির মিত্র হিসেবে ঘোষণা দেয়ায় ডেমক্র্যাটরা বিবেককে আন্তরিক অর্থেই স্বাগত জানিয়েছে। অর্থাৎ প্রার্থীতার ঘোষণার ব্যাপারটিকে আরো খোলামেলা করতে ফক্স নিউজে উপস্থিত হবার সাথে সাথে ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটি এক বিবৃতিতে তাকে রাজনীতিতে স্বাগত জানিয়েছে।
ওহাইয়োতে জন্মগ্রহণকারি ভারতীয় বংশোদ্ভ’ত আমেরিকান বিবেক উচ্চশিক্ষা গ্রহণ করেছেন হার্ভার্ড এবং ইয়েল ইউনিভার্সিটিতে।
বিডি প্রতিদিন/হিমেল