চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং-ই বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বলেছেন, বেইজিং দৃঢ়ভাবে একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। ওয়াং-ই আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কৌশলগত নেতৃত্বে’ দুই দেশের মধ্যে সম্পর্ক উচ্চপর্যায়ে কাজ করে চলেছে।
চীনের এই শীর্ষ কূটনীতিক বলেন, চীন পারস্পরিক সুবিধা এবং উইন-উইন পরিস্থিতির একটি উন্মুক্ত কৌশল প্রচারে জোর দেবে। রাশিয়ার সাথে তার দেশ ‘নতুন ধরনের প্রধান শক্তি (মেজর-পাওয়ার রিলেশনস) সম্পর্ক’ উন্নয়ন এবং সে সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। বৈশ্বিক পরিস্থিতির কী পরিবর্তন আসল সেটা কোনো বিষয় না।
সিএনএনের খবরে বলা হয়েছে, ওয়াং-ই এর মস্কো সফর পশ্চিমে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুই দেশের (রাশিয়া-চীন) মধ্যে চলমান ঘনিষ্ঠতা ইউক্রেনের যুদ্ধকে প্রভাবিত করতে পারে পশ্চিমাদের এমন উদ্বেগ রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল