ব্রিটিশ সরকারের ভিত্তিহীন ইরান ভীতি ছড়ানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক বিভাগের প্রধান ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে তলব করে ইরান সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের ভূমিকার প্রতিবাদ জানানো হয়।
ব্রিটিশ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ইরানি কর্মকর্তা বলেন, লন্ডনের অবন্ধুসুলভ মনোভাব বন্ধ করতে হবে।
তিনি আরো বলেছেন, যে দেশ অভিবাসী এবং মুসলিম জনগণের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বর্বরতা চালিয়েছে ও শরণার্থীদেরকে জোরপূর্বক আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সেই দেশ কোনভাবেই মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার রাখে না।
লন্ডন থেকে সম্প্রচারিত কথিত ‘ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশন’ চ্যানেল ওয়াশিংটনে সরিয়ে নেয়ার পর ব্রিটেনে কর্মরত ওই চ্যানেলের সাংবাদিকদের জীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে দাবি করে ব্রিটিশ সরকার গতকাল দেশটিতে ইরানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে। এর একদিন পর ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করলো তেহরান।
এছাড়াও গত সোমবার ব্রিটিশ সরকার কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের আটজন শীর্ষ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরমধ্যে বিচারক, বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র সদস্য এবং আঞ্চলিক গভর্নর রয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত