ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন ইউক্রেনে তার যোদ্ধাদের সাথে গোলাবারুদ ভাগ করে নেওয়ার জন্য রুশ নাগরিকদের প্রতি সেনাবাহিনীকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। টেলিগ্রামে তিনি বলেন, যদি প্রত্যেক রাশিয়ান তার নিজস্ব জায়গা থেকে শুধু বলে, ‘ওয়াগনারকে গোলাবারুদ দাও’ তাহলে এটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি করায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, আগেরদিন ইয়েভজেনি প্রিগোঝিন তার যোদ্ধাদের গোলাবারুদ বঞ্চিত করার অভিযোগ এনে টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে মৌখিক আক্রমণ করেন। এরপর বুধবার রাশিয়ানদেরকে তিনি এমন আহ্বান জানালেন।
টেলিগ্রামে ভয়েস বার্তায় ওয়াগনার প্রধান বলেন, তার যোদ্ধাদের অস্ত্র প্রদানের সরাসরি বিরোধিতা করা হচ্ছে। এই ঘটনাকে বড় ধরনের ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেন তিনি। কয়েক হাজার ওয়াগনার ভাড়াটে সৈন্য ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে বলে ধারণা করা হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ওয়াগনার গ্রুপ ব্যাপক পরিচিতি পায়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রধান কার্যালয় খুলেছে তারা। ওয়ানগারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোঝিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ হিসেবে পরিচিত। ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে লড়াই করা ছাড়াও সিরিয়া, লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ অন্যান্য জায়গায়ও ওয়াগনার গ্রুপে তৎপরতা রয়েছে।
রাশিয়ার ভাড়াটে এই যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠানকে ‘আন্তদেশীয় অপরাধী সংগঠন’ হিসেবে চিহ্নিত করছে যুক্তরাষ্ট্র।
বিডিপ্রতিদিন/কবিরুল