চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ই সরাসরি যুদ্ধে নিয়োজিত নারীদের সম্বোধন করেছেন।
পুতিন বলেছেন, তিনি রাশিয়ার সে সব নারীদের সম্মান জানাতে চান যারা ‘মাতৃভূমি রক্ষার মতো সর্বোচ্চ লক্ষ্য বেছে নিয়েছে।’
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্য লড়াই করা এবং দেশের জন্য জীবন দেওয়া নারীদের প্রতি আজ কৃতজ্ঞতা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। জেলেনস্কি তার জীবনের নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে তার স্ত্রী, মা এবং যারা তার সাথে কাজ করছেন। কর্মক্ষেত্রে তিনি লিঙ্গ সমতার গুরুত্বের ওপরও জোর দেন। জেলেনস্কি বলেন, সহকর্মী হিসেবে নারী-পুরুষের মর্যাদা সমান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল