২০ মার্চ, ২০২৩ ১৯:৪৫

মস্কো সফরে শি জিনপিং যুদ্ধ সমাপ্তির জন্য কাজ করবে, প্রত্যাশা যুক্তরাজ্য-ইউক্রেনের

অনলাইন ডেস্ক

মস্কো সফরে শি জিনপিং যুদ্ধ সমাপ্তির জন্য কাজ করবে, প্রত্যাশা যুক্তরাজ্য-ইউক্রেনের

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তিন দিনের সফরে রাশিয়ায় পৌঁছান

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার রাশিয়া সফর যুদ্ধ বন্ধের জন্য ব্যবহার করবে বলে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেন, ‘শি জিনপিংয়ের সফর গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ বিভিন্ন সংবাদ সংস্থাকে নিকোলেঙ্কো বলেন, ইউক্রেনের প্রত্যাশা, চীনের নেতা জিনপিং মস্কোর ওপর তার প্রভাব,ইউক্রেনে যুদ্ধ সমাপ্তির জন্য ব্যবহার করবে।

একইসুরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র বলেন, ‘শি জিনপিংয়ের রাশিয়া সফর ইউক্রেন থেকে মস্কোর সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট পুতিনকে উৎসাহ দেওয়ার জন্য ব্যবহার করা উচিত।’

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন- শি জিনপিংয়ের আলোচনায় বেইজিংয়ের শান্তি পরিকল্পনা আলোচনা করা হবে। ‍

উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তিন দিনের সফরে রাশিয়ায় পৌঁছান। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর