৬ এপ্রিল, ২০২৩ ১৯:১৮

আল-আকসা ঘিরে উত্তেজনা, ইসরায়েলে রকেট নিক্ষেপ

অনলাইন ডেস্ক

আল-আকসা ঘিরে উত্তেজনা, ইসরায়েলে রকেট নিক্ষেপ

লেবানন সীমান্ত থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে

পবিত্র রমজান মাসে টানা দ্বিতীয় রাতের মতো পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। অভিযানকালে তারা ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে শব্দবোমা ও রাবার বুলেট ছোড়ে। অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের আবার সংঘর্ষ হয়।

এমন উত্তেজনার মধ্যে ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে বলে দাবি ইহুদি সেনাবাহিনীর। তারা জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে  ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। রকেটটি ঠেকানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য, লেবানন অঞ্চল থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়েছে এবং সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। রকেট নিক্ষেপের ঘটনায় ইসরায়েলের সলোমি এবং উত্তর ইসরায়েলের মোসাহভ বেটজেটে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

অন্যদিকে দক্ষিণ লেবানন থেকে দ্বিতীয় রকেটটি ছোড়া হয়। জবাবে ইসরায়েলি সেনারা গোলা ছোড়ে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিতীয় রকেটে ইসরায়েলের একটি শিশু আহত হয়েছে। ওই অঞ্চলের বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর