ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার প্রতি শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেশটির তেলসম্পদের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। তারপর থেকেই আন্তর্জাতিক অনেক ক্রেতা রাশিয়ার তেল কেনা থেকে বিরত থাকছে।
অন্যদিকে, পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানেরও আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশাধিকার সংকুচিত।
ফলে নিজেদের অর্থনীতি চাঙা রাখতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দু’দেশ রাশিয়া ও ইরান দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করেছে। চলতি বছর থেকেই রেলপথে ইরানে তেল রপ্তানি শুরু করেছে রাশিয়া।গতকাল মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এই বাণিজ্যের সঙ্গে যুক্ত দুই দেশের তিনটি প্রতিষ্ঠান ও রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি বিষয়ক ডেটার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জানিয়েছিলেন, মস্কো শিগগিরই তেহরানে তেল রপ্তানি শুরু করবে। তবে সত্যিকার অর্থে রপ্তানি শুরু হয়েছে চলতি বছরের শুরু থেকে। রপ্তানি ডেটার তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি ও মার্চে ইরানে ৩০ হাজার টন জ্বালানি তেল রপ্তানি করেছে রাশিয়া।
রাশিয়া ও ইরানের বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই অঙ্গরাজ্য কাজাখস্তান ও তুর্কমেনিস্তান দিয়ে রেলপথে তেল যাচ্ছে ইরানে।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত