ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের এক ছেলে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে বলে ইউক্রেনে রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ করা ভাড়াটে সেনাদের বাহিনী ওয়াগনার গ্রুপ দাবি করেছে। চাঞ্চল্যকর এই তথ্য দিয়ে গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, তার নেতৃত্বাধীন রাশিয়ার প্রাইভেট সামরিক কোম্পানির হয়ে যুদ্ধ করেছেন পেসকভের সন্তান।
প্রিগোঝিনের বরাত দিয়ে রুশ নিউজ চ্যানেল আরটি এ খবর জানিয়েছে। প্রিগোঝিন বলেন, “আমি একজনকে চিনি যিনি ‘ক্রেমলিনের মুখপাত্র’ দিমিত্রি পেসকভ যাকে এক সময় একজন পুরোপুরি লিবারেল ব্যক্তি মনে করা হতো।” ওয়াগনার গ্রুপের প্রধান আরো বলেন, “আমি যদি ভুল করে না থাকে তাহলে তার ছেলে জীবনের একটি সময় আমেরিকা অথবা ইংল্যান্ডে কাটিয়েছে। …পেসকভ একদিন আমাকে বলেন, তাকে নিয়মিত গোলন্দাজ সৈনিক হিসেবে ভর্তি করে নাও।”
প্রিগোঝিন আরটিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, “যাই হোক, পেসকভের ছেলে যুদ্ধে খুব ভালো করেছে। একজন নিয়মিত বন্দুকধারী হিসেবে হাঁটু পর্যন্ত কাদার মধ্যে নেমে শত্রুর বিরুদ্ধে গুলি চালিয়েছে।” প্রিগোঝিন অবশ্য এ সম্পর্কে আর কোনো তথ্য জানাননি। এমনকি পেসকভের ছেলের নামও উল্লেখ করেননি। এছাড়া, দিমিত্রি পেসকভও তার ছেলে সম্পর্কে ওয়াগনার গ্রুপ প্রধানের দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি।তবে আরটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিগোঝিন দিমিত্রি পেসকভের যে ছেলের বর্ণনা দিয়েছেন তার সঙ্গে তার বড় ছেলে নিকোলাই পেসকভের মিল রয়েছে। গত বছর যুদ্ধের শুরুতে আমেরিকা নিকোলাই পেসকভরের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে যা পরে অনুসরণ করে আমেরিকার ইউরোপীয় মিত্ররা। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক