২৭ এপ্রিল, ২০২৩ ১৬:২২

সুদানে যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির প্রস্তাব নিয়ে কিছু জানায়নি আরএসএফ

অনলাইন ডেস্ক

সুদানে যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির প্রস্তাব নিয়ে কিছু জানায়নি আরএসএফ

সুদানের প্যারা মিলিটারি বাহিনীর প্রধান হামদান দাগালো বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে। এই অস্ত্রবিরতির সময়সীমা আরও ৭২ ঘণ্টা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে আফ্রিকার আঞ্চলিক সংগঠন ইন্টারগভর্মেন্টাল অথরিটি অন ডেভলপমেন্ট (আইজিএই)। তবে এখন পর্যন্ত লড়াইরত আরএসএফ এটাতে সাড়া দেয়নি।

সুদানের রাজধানী খার্তুম থেকে আল জাজিরার প্রতিনিধি হিবা মর্গান বলেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে সংঘাতে লিপ্ত দুইপক্ষের মধ্যে আলোচনার কথা চলছে। তবে দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনও আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর কাছে পৌঁছাতে পারেননি।

আল জাজিরার সাংবাদিক হিবা মরগান বলেন, যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির এটিই প্রথম প্রচেষ্টা নয়। যদিও যে অস্ত্রবিরতি চলছে তা নড়বড়ে। তবে অস্ত্রবিরতির সময়সীমা বৃদ্ধির তাৎপর্য হলো, এখন দুইপক্ষের মধ্যে আলোচনা হবে। যদিও সংঘাত শুরুর প্রথম দিকে উভয় পক্ষ বলেছিল, কোনো ধরনের আলোচনায় বসবে না। 

গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী এবং প্যারা মিলিটারি বাহিনী আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু। এর দুইদিনের মাথায় সুদানের প্রেসিডেন্ট আরএসএফকে ‘বিদ্রোহী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেছিলেন, আরএসএফ ভেঙে দিতে হবে। তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না সেনাবাহিনী।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর