সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বহুতল ভবনের ছাদ ধসে পড়ে। এতে একজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার আল আয়ির এলাকায় এই ঘটনা ঘটে।
খবর অনুসারে, ফায়ার সার্ভিসের প্রধান অফিসে আল আয়ির এলাকার আল কাবায়েল সেন্টারে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয় শুক্রবার ১২টা ৩২ মিনিটে। ঘটনার ৬ মিনিটের মধ্যে আল মিজহার থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এই টিমকে সহায়তায় আরও দুইটি টিম পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ভবনের অংশবিশেষ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ধসে পড়ে। এতে সার্জেন্ট আল কাতেবি (২৯) নিহত হন। নিহত কাতেবি ২০১৭ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন।বিডিপ্রতিদিন/কবিরুল