আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের জামিন মঞ্জুর করেন।
এর আগে দুপুর ১টার দিকে শুনানি শুরু হয়। শুনানির বিরতিতে জিও টিভির সাংবাদিক ইমরান খানকে প্রশ্ন করেন ‘বন্দী অবস্থায় এস্টাবলিশমেন্টের (সেনাবাহিনী) সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা।’ ইমরান খান মাথা নেড়ে ‘না’ সূচক জবাব দেন। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়, ‘আপনি কি অবস্থানে অনড় নাকি সমঝোতা করেছেন?’ পিটিআই প্রধান এই প্রশ্নেরও উত্তর দেননি। তিনি হাসেন। প্রতিবেদক তখন জিজ্ঞাসা করেন, তার নীরবতা কি সমঝোতার লক্ষণ? ইমরান খান এই প্রশ্নের জবাবেও কোনো কথা বলেননি। মুখে আঙুল রেখে সাংবাদিককে শান্ত থাকার আহ্বান জানান। সূত্র: জিও
বিডিপ্রতিদিন/কবিরুল