১৫ মে, ২০২৩ ১৩:০৭

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বাড়াচ্ছে

অনলাইন ডেস্ক

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বাড়াচ্ছে

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যবান ধাতু স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছে। ২০২২ সালের এ ধারা চলতি বছরও অব্যাহত রয়েছে। 

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডাব্লিউজিসি) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বিশ্বে সোনার চাহিদা ১৩ শতাংশ কমে ১০৮০.৮ টন  হয়েছে। এক বছর আগে ২০২২ সালের এ সময়ে সোনার চাহিদা ছিল ১২৩৮.৫ টন। তবে সার্বিকভাবে সোনার চাহিদা কমলেও কেন্দ্রীয় ব্যাংকগুলো বিনিয়োগ বাড়াচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুদ বাড়িয়েছে ২২৮ টন, যা রেকর্ড। এক বছর আগের এ সময়ে মজুদ বাড়ানো হয় মাত্র ৮৩ টন। বছরজুড়েই সোনায় বিনিয়োগ বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। 

সবচেয়ে বেশি সোনা ক্রয় করেছে সিঙ্গাপুর, চীন ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াও ক্রয় করেছে সাত টন।

ডলারের বিনিময়ে সোনা। বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ঠিক এই কাজটিই এখন করছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে এসব দেশ পথ খুঁজছিল। ডলার ছেড়ে দিয়ে সোনার মজুদ বাড়ানোই তাদের কাছে মনে হয়েছে সবচেয়ে নিরাপদ পথ।

১৯৫০ সালে কোন দেশ কী পরিমাণ সোনা মজুদ করছে, তার হিসাব রাখা শুরু হয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, এই সময় থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলো গত বছরই সবচেয়ে বেশি সোনার মজুদ করেছে ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর