পাঞ্জাবের প্রাদেশিক সরকার অভিযোগ করছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে অন্তত ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে। অবিলম্বে তাদেরকে বের করে পুলিশের হাতে তুলে দিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইমরান খানের জামান খান বাসভবনে কয়েকশ পুলিশ হাজির হয়। ডনের খবরে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেফতার করা হতে পারে যেকোনো মুহূর্তে। পুলিশ উপস্থিত হওয়ার সময় ইমরান খান তার বাসভবনে সন্ত্রাসী লুকিয়ে থাকার বিষয়টি নিয়ে কথা বলেছেন।
ইমরান খান বলেন, ‘পুলিশ যদি তার বাসভবন চেক করতে চায় তাহলে করুক। তিনি এতে কোনো বাধা দেবেন না।’পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি শুনেছি আমার বাসায় নাকি ৪০ সন্ত্রাসী লুকিয়ে আছে। অনুগ্রহপূর্ক আসুন, ভদ্রভাবে অনুসন্ধান করুন। কিন্তু বাসায় তাণ্ডব চালানোর চেষ্টা করবেন না।
এর আগে এক টুইটবার্তায় ইমরান খান বলেন, তাকে আবারও গ্রেফতার করা হবে। এটা সম্ভবত তার শেষ টুইট।
বিডিপ্রতিদিন/কবিরুল