১৯ মে, ২০২৩ ২১:৫৩

অবশেষে ইমরান খানের বাড়ির সামনের পুলিশি অবরোধ উঠছে

অনলাইন ডেস্ক

অবশেষে ইমরান খানের বাড়ির সামনের পুলিশি অবরোধ উঠছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের বাইরে অবরোধ করে রাখে পুলিশ

পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বাসভবনের বাইরে অবরোধ সমাপ্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। তবে তিনি একটা শর্ত দিয়েছেন। সেটা হলো-জামান পার্কের ভেতর জবরদখল মুক্ত করতে হবে। 

ডনের খবরে বলা হয়েছে, শুক্রবার পাঞ্জাব পুলিশের একটি দল ইমরান খানের বাসায় অভিযান চালায়। এরপর ইমরান খানের বাসভবনের বাইরে থেকে পুলিশি অবরোধ উঠছে।

পাঞ্জাব সরকার গত বুধবার থেকে অভিযোগ করছিল, ইমরান খানের বাসায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে। 

এক বিবৃতিতে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেন, জামান পার্কের ভেতরের দখল অপসারণ করা হলেই আমরা বাইরে মোতায়েন করা পুলিশ ফেরত নিব। 

এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে তল্লাশির জন্য যায় পাঞ্জাব পুলিশের একটি দল। তবে এই দলটি খালি হাতে ফিরে আসে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান বলেন, ‘আমার বিশ্বাস তারা বুঝেছে, এখানে (ইমরান খানের বাসায়) কিছুই নেই। অভিযানে তারা কেবল পানি ও বিস্কুট পেয়েছে।’ সূত্র: ডন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর