২২ মে, ২০২৩ ১১:৫৬

ফের গ্রেফতারের আশঙ্কায় ইমরান খান

অনলাইন ডেস্ক

ফের গ্রেফতারের আশঙ্কায় ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

ইমরান খান দাবি করেছেন, তাকে পুনরায় গ্রেফতারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বলেন, মঙ্গলবার ইসলামাবাদে আমাকে গ্রেফতারের সম্ভাবনা ৮০ শতাংশ।

ইমরান খান বলেন, আমাদের গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার জন্য সবকিছু করা হচ্ছে। এই মুহূর্তে ১০ হাজারের বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার দলের সব সিনিয়র  নেতৃবৃন্দ কারাগারে রয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার আমি জামিনের জন্য ইসলামাবাদে হাজিরা দিতে যাচ্ছি। ওইদিন আমাকে গ্রেফতার করার সম্ভাবনা ৮০ শতাংশ।

দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী সিএনএনকে বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এমন যে, বিচারক ও আদালতের সিদ্ধান্তও বাতিল করা হচ্ছে। তিনি বলেন, ‘সম্প্রতি হাই কোর্টের একজন বিচারপতি পিটিআইয়ের এক নেতাকে জামিন দেওয়ার পর পুনরায় গ্রেফতার করায় কান্না করেছিলেন।’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ১৪ মে নির্বাচন হবে। কিন্তু তার সিদ্ধান্তও উপেক্ষা করা হয়েছে। 

পিটিআইয়ের চেয়ারম্যান বলেন, সরকার আমাকে থামিয়ে দিতে চায়। কারণ, তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে রয়েছে। সূত্র: ডন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর