ইরান ও বেলজিয়াম বন্দী বিনিময় করেছে। এতে মধ্যস্ততা করেছে ইরানের প্রতিবেশী আরব দেশ ওমান। দুই দেশ একে অপরের আটক বন্দীকে মুক্তি দিয়েছে।
এর আগে শুক্রবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দিয়ে বন্দী বিনিময় নিয়ে সমঝোতার বিষয়টি নিশ্চিত করা হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তেহরান ও ব্রাসেলস থেকে দুই বন্দীকে ওমানের রাজধানী মাসকটে নিয়ে আসা হয়েছে।বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এক বিবৃতিতে বলেন, ত্রাণ কর্মকর্তা ওলিভিয়ার ভান্দেক্যাস্তিলি মুক্তি পেয়েছেন।
ইরান বহুদিন ধরে বেলজিয়ামে বন্দী তাদের কূটনীতিককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। ওই কূটনীতিককে ফ্রান্সে বোমা হামলার পরিকল্পনায় গ্রেফতার করা হয়।
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের কূটনীতিক আসাদুল্লাহ আসাদি দেশে ফিরছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল