৫ জুন, ২০২৩ ২০:৩৬

রাশিয়ার রেডিও স্টেশন হ্যাক, চলল পুতিনের ভুয়া বার্তা

অনলাইন ডেস্ক

রাশিয়ার রেডিও স্টেশন হ্যাক, চলল পুতিনের ভুয়া বার্তা

রাশিয়ার বেশ কয়েকটি রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকাররা। সেই সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভুয়া বার্তাও তারা প্রচার করা হয়েছে।

সীমান্তবর্তী তিন অঞ্চলে ইউক্রেনের সেনাদের আক্রমণ ও জরুরি ব্যবস্থার ঘোষণা দিয়ে পুতিনের ভুয়া ভাষণ চালানো হয়। আজ সোমবার ক্রেমলিন থেকে এই তথ্য জানানো হয়েছে।

হুবহু পুতিনের কণ্ঠে দেওয়া ওই বার্তায় বলা হয়েছে, ‘ন্যাটোর অস্ত্রে সুসজ্জিত ইউক্রেনীয় সেনারা ওয়াশিংটনের সমর্থন নিয়ে কুরস্ক, বেলগোরদ ও ব্রায়ানস্ক অঞ্চলে আক্রমণ করেছে।’

এসময় সামরিক আইন, সেনা সম্মেলন এবং  ওই তিন অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটা হ্যাক হয়েছিল। এখন ওইসব চ্যানেলের পুনঃনিয়ন্ত্রণ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। 

সূত্র: এএফপি


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর