৯ জুন, ২০২৩ ২০:৩৯

যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে ‘বিপজ্জনক’ কাছাকাছি জুলিয়ান অ্যাসাঞ্জ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে ‘বিপজ্জনক’  কাছাকাছি জুলিয়ান অ্যাসাঞ্জ

জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণে জুলিয়ান অ্যাসাঞ্জের করা সর্বশেষ আপিল আবেদনটি আদালত খারিজ করে দিয়েছেন। ফলে যেকোনো সময় তাকে যুক্তরাষ্ট্রে প্রতর্পণ করা হতে পারে। 

তবে অ্যাসাঞ্জের আইনজীবীরা জানিয়েছেন, একই আদালতেই আবার আপিল করা হবে।

যুক্তরাজ্যের একটি আদালত গত বছরের এপ্রিলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার আদেশ দিয়েছিলেন।  এই আদেশের বিরুদ্ধে আটটি বিষয়ের ওপর ভিত্তি করে অ্যাসাঞ্জ আপিল করেছিলেন। গত মঙ্গলবার যুক্তরাজ্যের হাইকোর্টের বিচারক জনাথন সুইফট সেই আপিল খারিজ করে দেন।

আদালতের আদেশের বিষয়ে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ বলেন, আমরা আশাবাদী যে আমরা বিজয়ী হব এবং জুলিয়ানকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে না। আগামী সপ্তাহে তার  স্বামী উচ্চ আদালতে আপিলের জন্য নতুন করে আবেদন করবেন। নতুন দুজন বিচারক এই শুনানি করবেন বলে স্টেলা জানান।   

অ্যাসাঞ্জের ভাই গ্যাব্রিয়েল শিপটন দ্য গার্ডিয়ানকে বলেন, হাইকোর্টে আপিল খারিজ হয়ে যাওয়ার মধ্য দিয়ে তাকে (অ্যাসাঞ্জ) ‘বিপজ্জনকভাবে প্রত্যর্পণের কাছাকাছি ঠেলে দেওয়া’ হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর