১৫ জুলাই, ২০২৩ ১১:৫৭

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

অনলাইন ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর ফয়জাবাদে শুক্রবার দিবাগত রাতে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভারতের ভূতত্ত্ব গবেষণা বিষয়ক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৯ মিনিটে ফয়জাবাদের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে ভূমির ২১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

এর আগে গত ২৬ জুন ভূমিকম্প হয়েছিল ফয়জাবাদে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর