আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ইউক্রেন পরিস্থিতির ওপর বড় কোনো প্রভাব ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন আমেরিকার সাবেক সরকারি কর্মকর্তা ও সামরিক বিশ্লেষক জ্যাক ওয়াটলিং।
সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে গতকাল শুক্রবার নিউ ইয়র্ক টাইমস বলেছে, বিতর্কিত এই বোমা তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সামরিক অভিযানকে বিশেষ কোন সুবিধা দেবে না বরং ইউক্রেনের সেনারা গোলা বারুদের মারাত্মক সংকটের মুখে রয়েছে তার থেকে হয়তো সামান্য কিছু পরিত্রাণ পাবে।
এ সম্পর্কে জ্যাক ওয়াটলিং বলেন, ইউক্রেনের সেনাদের জন্য ক্লাস্টার বোমার প্রভাব খুব সামান্যই হবে। সত্যিকারের প্রভাব তখনই পড়বে যখন ইউক্রেনের হাতে বিপুল পরিমাণে গোলাবারুদ থাকবে।মার্কিন আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি কলিন কাল বলেন, ক্লাস্টার বোমা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সুযোগ দেবে।
যুদ্ধ শুরুর প্রথম থেকেই ইউক্রেনকে আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র দিয়ে আসছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা এখন তাতে হতাশা প্রকাশ করে বলছেন, গোলাবারুদ সরবরাহ করার ব্যাপারে ওয়াশিংটন যে নীতি অনুসরণ করছে তা কম কার্যকরী এবং অনেক বেশি ব্যয়বহুল।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত