অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতি হলেও তার শরীরে পেসমেকার স্থাপন করার কথা জানিয়েছেন তিনি। আজ রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।
এতে বলা হয়, তেল হাশোমারের শেবা মেডিক্যাল সেন্টারে আজ রাতে অস্ত্রোপচারটি করানো হবে। এ সময় সেখানে দেশটির আইনমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেনিন সেখানে উপস্থিত থাকবেন। এক সপ্তাহ আগে ৭৩ বছর বয়সী নেতানিয়াহু মাথা ঘোরানো ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসা শেষে তাকে একই মেডিকেল সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।
সেই সময় দেশটির প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রের ছন্দ নিরীক্ষণের জন্য হোল্টার মনিটর ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছিল বলে জানান শেবার কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক অমিত সেগেভ। কার্ডিওলজিকাল পরীক্ষার অংশ হিসেবে, কেন্দ্র তার হৃদযন্ত্রের ছন্দ নিরীক্ষণের জন্য হোল্টার মনিটর ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল, শেবার কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক অমিত সেগেভ গত সপ্তাহে বলেছিলেন।সূত্র : এপি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক