১১ আগস্ট, ২০২৩ ১৪:০৫

সশস্ত্র গোষ্ঠীর হামলায় সিরিয়ার ২৩ সেনা নিহত

অনলাইন ডেস্ক

সশস্ত্র গোষ্ঠীর হামলায় সিরিয়ার ২৩ সেনা নিহত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের হামলায় ২৩ সিরীয় সেনা নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।

সংঘাতপূর্ণ এ দেশে এমন ভয়াবহ হামলার ঘটনায় সরকার ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের দায়ী করেছে। শুক্রবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস সদস্যরা বৃহস্পতিবার দিয়ার ইজোর প্রদেশে একটি সামরিক যান লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৩ সৈন্য নিহত ও আরো ১০ জন আহত হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর