১৩ আগস্ট, ২০২৩ ১১:২৬

ইনস্টাগ্রাম লাইভে সাবেক স্ত্রীসহ ৩ জনকে খুন করে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

ইনস্টাগ্রাম লাইভে সাবেক স্ত্রীসহ ৩ জনকে খুন করে যুবকের আত্মহত্যা

ছবি জিও টিভির

বসনিয়ার এক বডিবিল্ডার ইনস্টাগ্রামে লাইভ করে সাবেক স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছেন। ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় তিনি আরও দুই ব্যক্তিকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। শেষে নারমিন সুলেজমানভিচ নামের ওই যুবক গুলি করে নিজেকেও শেষ করেন। খবর জিও টিভির।

গত শুক্রবারের এই হত্যাকাণ্ডে শিউরে উঠেছেন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশের সাধারণ নাগরিকরা। ঠিক কী কারণে সাবেক স্ত্রীকে হত্যা করেছেন যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ। গত শুক্রবার এই হত্যাকাণ্ড ঘটেছে গ্রাডাকাক নামের একটি শহরে। স্ত্রী-সহ ৩ জনকে হত্যা ছাড়াও আরও তিন ব্যক্তি আহত হয়েছেন অভিযুক্ত যুবকের হামলায়। 

তুজলা শহরের পুলিশ জানিয়েছে, পেশায় বডিবিল্ডার অভিযুক্ত নারমিন সুলেজমানভিচ আত্মঘাতী হয়েছেন। এই মামলার আইনজীবী জানিয়েছেন, স্ত্রীকে হত্যার পর গ্রাডাকাকের রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে নেমে পড়েন যুবক। পথচারী এক ব্যক্তি এবং তার ছেলেকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তার ছোড়া গুলিতে আহত হয়েছেন একজন পুলিশকর্মীসহ এক পুরুষ ও নারী।

বসনিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে সাবেক স্ত্রীকে হুমকি দিচ্ছিলেন গ্রাডাকাকের বাসিন্দা বডিবিল্ডার। এরপর শুক্রবার আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালান তিনি। মৃত্যু হয় তরুণীর। এ ঘটনা ইনস্টাগ্রামে লাইভ করেন তিনি। তবে সরকারি নির্দেশে নৃশংস ভিডিওটিকে সরিয়ে নেওয়া হয়েছে ইনস্টাগ্রাম থেকে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর