জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকসভার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শেখ রাসেল স্কয়ারের সামনে শোকসভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, মো. ফারুক হোসেন, মাইনুদ্দিন আহমেদ মানু, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।
সভা থেকে বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। শোকসভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ