রাশিয়ার বিরুদ্ধে হামলা চালাতে ইউক্রেন অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে সম্মত হয় যুক্তরাষ্ট্র। অবশেষে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এই যুদ্ধবিমান সরবরাহ করা হবে।
ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথে এই যুদ্ধবিমান পাবে পূর্ব ইউরোপের এই দেশটি। শুক্রবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসন মোকাবিলার জন্য পাইলট প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্র দিয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন।
রয়টার্স বলছে, ওয়াশিংটন ডেনমার্ক এবং নেদারল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তরের অনুরোধের অনুমোদন দ্রুতগতিতে দেবে যুক্তরাষ্ট্র।
মূলত ডেনমার্ক এবং নেদারল্যান্ডস সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে এই আশ্বাস চেয়েছিল। প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক বিমান বা যুদ্ধবিমান পাঠাতে চাইলে মার্কিন মিত্র কোনও দেশকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমোদন নিতে হবে।
মার্কিন যুদ্ধবিমান ব্যবহারে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের জন্য ১১ দেশের সমন্বয়ে একটি জোট রয়েছে এবং এই জোটের নেতৃত্ব দিচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক। ইউক্রেনের দাবি, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করতে পারলে যুদ্ধের মোড় তারা নিজেদের দিকে ঘুরিয়ে নিতে পারবে।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান চালাতে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ চলতি মাসে ডেনমার্কে শুরু হওয়ার কথা রয়েছে। ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পউলসেন জুলাই মাসে বলেছিলেন, আমরা আগামী বছরের শুরুতে (এই প্রশিক্ষণের) ফলাফল দেখতে সক্ষম হবো।
মূলত ইউক্রেনীয় পাইলটদের পাশাপাশি সহায়ক কর্মীদের প্রশিক্ষণ, বিমান রক্ষণাবেক্ষণ এবং শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান পেতে সক্ষম করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ ডেনমার্ক এবং নেদারল্যান্ডস।
মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দেওয়ার বিষয়ে ডেনিশ এবং ডাচ পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ওই চিঠির একটি কপি রয়টার্স দেখেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ