১৯ আগস্ট, ২০২৩ ১৬:৪৭

তাইওয়ানের আকাশে ৪০ চীনা যুদ্ধ বিমান

অনলাইন ডেস্ক

তাইওয়ানের আকাশে ৪০ চীনা যুদ্ধ বিমান

নিজেদের আকাশে ৪০ চীনা যুদ্ধ বিমান সনাক্ত করার দাবি করেছে তাইওয়ান। শনিবার চীনা সামরিক মহড়ায় অংশ নেওয়া বিমানগুলো এই উস্কানিমূলক কাণ্ড ঘটিয়েছে বলে দাবি তাইপের।

প্রায় ২৬ চীনা বিমান তাইওয়ান উপত্যকার মাঝ বরাবর উড়ে যায় বলে জানিয়েছে স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়টির দাবি, তাইওয়ানের আসন্ন নির্বাচন প্রভাবিত করতে চাইছে বেইজিং। 

তবে চীন বলছে, এটা তাদের সামরিক শক্তি যাচাই করার মহড়া। শনিবার তাইওয়ানের আশপাশের এলাকায় একটি যৌথ নৌ ও বিমান মহড়া শুরু করে তাইওয়ানের পিপলস লিবারেশন আর্মি। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর