রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ সমাপ্তির উপায় নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে ইউক্রেন– রাশিয়া যুদ্ধের সমাপ্তি কীভাবে করা যায় তার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠক শেষে এক্স (টুইটার)–এ লুলা এক এক্স বার্তায় লেখেন, “শান্তি স্থাপনের উপায় বের করা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আমাদের মধ্যে বেশ আলোচনা হয়েছে।”একই সঙ্গে দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা বহাল রাখারও প্রতিশ্রুতি তারা দিয়েছেন বলে লুলা উল্লেখ করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এই দুই নেতা বর্তমানে নিউইয়র্কে আছেন। সেখানে তারা অধিবেশনের বাইরে নিজেদের মধ্যে বৈঠকটি করেন।
পরে জেলেনস্কি এক্সে এক বার্তায় লিখেছেন, বৈঠকের পর তিনি ও লুলা তাদের কূটনৈতিক দলকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শান্তি প্রচেষ্টাবিষয়ক পরবর্তী ধাপ নিয়ে কাজ করতে বলেছেন। সূত্র: রয়টার্স, ব্রাজিল রিপোর্ট, এজেন্সিয়া ব্রাজিল
বিডি প্রতিদিন/কালাম