ইরান এবং সৌদি আরবের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার ইরানের একটি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে বাতিল করা হয়।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সৌদি আরবের আল ইত্তেহাদ এবং ইরানের সেপাহান টিমের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্টেডিয়ামে কাসেম সোলাইমানির ভাস্কর্য থাকায় সৌদি টিম খেলতে অস্বীকৃতি জানায়।
খবর অনুসারে, ম্যাচটি ইরানের কেন্দ্রীয় ইস্পাহান রাজ্যের নাগস-ই জাহান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেপাহান এবং আল ইত্তেহাদের মধ্যে খেলাটি উপভোগ করতে ৬০ হাজার দর্শক উপস্থিত হয়।মাঠের সম্মুখভাগে কাসেম সোলাইমানির মূর্তি থাকার কারণে সৌদি টিম আপত্তি জানায়। কিন্তু ইরান মূর্তি সরাতে অস্বীকৃতি জানায়।
এই ঘটনায় ইরানের ফুটবল কর্তৃপক্ষ এশিয়ান ফুটবল কনফেডারেশনে অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে। মার্কিন ড্রোন হামলায় ২০২০ সালে নিহত হন কাসেম সোলাইমানি। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল