৯ অক্টোবর, ২০২৩ ১৫:৪২

নতুন অস্ত্র উন্মোচন করলো ফিলিস্তিনের আল কাসেম ব্রিগেড

অনলাইন ডেস্ক

নতুন অস্ত্র উন্মোচন করলো ফিলিস্তিনের আল কাসেম ব্রিগেড

আল জাজিরার নিউজের স্ক্রিনশট

ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের মধ্যেই নতুন অস্ত্র উন্মোচন করলো ফিলিস্তিনের আল কাসেম ব্রিগেড। যুদ্ধের তৃতীয় সোমবার এই অস্ত্র উন্মোচন করা হয়।

নতুন এই অস্ত্র মূলত কাঁধ থেকে চালিত এয়ার ডিফেন্স সিস্টেম। চলমান যুদ্ধেই এটি ব্যবহার করতে শুরু করেছে আল কাসেম ব্রিগেড।

আল জানিয়েছে, আল কাসেম ব্রিগেড প্রকাশিত একটি ভিডিওতে এই অস্ত্র দিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের গুলি ছুড়তে এবং আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত করতে দেখা গেছে।

এদিকে, এরই মধ্যে যুদ্ধে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯৩ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এছাড়াও ইসরায়েলের হামলায় দুই হাজার ৭৫০ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজার দুই শতাধিক। 

শনিবার ভোরে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা শুরু করে। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালালো ফিলিস্তিন কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর