১১ অক্টোবর, ২০২৩ ১৫:৫০

অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে মার্কিন প্লেন

অনলাইন ডেস্ক

অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে মার্কিন প্লেন

আল জাজিরার নিউজের স্ক্রিনশট

ফিলিস্তিনের সঙ্গে ভয়াবহ যুদ্ধে অস্ত্র দিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সামরিক অভিযানের উপযোগী মার্কিন হাল প্রযুক্তির অস্ত্র নিয়ে একটি প্লেন দক্ষিণ ইসরায়েলের নেভাটিম ঘাঁটিতে অবতরণ করেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় এ চালান পৌঁছায় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

এক বিবৃতিতে বলা হয়, এ চ্যালেঞ্জিং সময়ে আইডিএফ ও ইসরায়েল রাষ্ট্রের প্রতি মার্কিন সমর্থন ও সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। শত্রুরা জানে যে আমাদের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আগের চেয়ে আরো শক্তিশালী। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে এ সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ।

শনিবার ভোরে ইসরায়েলে অতর্কিত হাজার হাজার রকেট ছুড়তে থাকে হামাসের যোদ্ধারা। একইসঙ্গে গাজা থেকে ঢুকে পড়ে ইসরায়েলের অভ্যন্তরে। ওই সময় হামলার পাশাপাশি প্রায় ১৫০ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে আসে তারা। এরপর ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করলে তাদের পক্ষে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। ভূমধ্যসাগরে মোতায়েন থাকা মার্কিন রণরতী ইসরায়েলের উপকূলের দিকে রওনা করে ওই দিনই।

বুধবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানায়, হামাসের হামলার ফলে কমপক্ষে এক হাজার ২০০ জন মারা গেছে।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯৫০ জন ফিলিস্তিনি নিহত ও চার হাজার মানুষ আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, এপি

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর