ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার এক ফোনালাপে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ‘গভীর ও নিঃশর্ত’ মার্কিন সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গত শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি দুই নেতার মধ্যে পঞ্চম ফোনালাপ।
দুই নেতা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। নেতানিয়াহুর বাহিনী বলছে, তারা বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বৃহৎ ও দ্রুত নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা এবং শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ইসরায়েল সফরের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল