থাইল্যান্ড ও ভিয়েতনাম সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। থাইল্যান্ড ও ভিয়েতনাম সরকারের দেওয়া পৃথক বিবৃতিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফোরাম চলার ফাঁকে থাই প্রেসিডেন্ট স্রেথা এবং ভিয়েতনাম প্রেসিডেন্ট থুওং দুজনই পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। স্রেথা বলেন, আগামী বছর থাইল্যান্ড সফরের জন্য আমি তাকে (পুতিন) আমন্ত্রণ জানিয়েছি। প্রেসিডেন্ট পুতিন ফুকেট (থাই দ্বীপ) পছন্দ করেন। থাই সরকারের বিবৃতিতে বলা হয়, পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সফরের তারিখ এখনো ঠিক হয়নি।
ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। থাইল্যান্ড আইসিসি রোম স্ট্যাটিউটে স্বাক্ষরকারী দেশ নয়। থাইল্যান্ড রাশিয়াকে সহযোগিতা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সোভিয়েত ইউনিয়ন যুগ থেকেই রাশিয়ার সঙ্গে ভিয়েতনামের খুব দৃঢ় সম্পর্ক আছে।মঙ্গলবার ভিয়েতনাম সরকারের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, শিগগির’ ভিয়েতনাম সফরের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভো ভান থুওং। পুতিন ‘খুশিমনে’ সে আমন্ত্রণ গ্রহণ করেছেন।
ইউক্রেনের কিছু অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার নিন্দা জানিয়ে গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভোটাভুটি হয়। চীন ও ভারতের পাশাপাশি থাইল্যান্ডও তখন ভোটদানে বিরত থাকে।
বিডিপ্রতিদিন/কবিরুল