২৪ অক্টোবর, ২০২৩ ০৮:১৫

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে দাঁড়াল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে দাঁড়াল যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজ ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা মনে করছেন এখন গাজায় যুদ্ধবিরতির উপযুক্ত সময় নয়। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সোমবার বলেছেন, আমরা মনে করি না যে এখন যুদ্ধবিরতির সময়।

তিনি আরো বলেছেন, ইসরায়েলের নিজেদের রক্ষা করার অধিকার আছে। তারা এখনো হামাসকে বাগে আনতে কাজ করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আলাদা বিবৃতিতে বলেছেন, আমরা বর্তমানে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারে মনোযোগ দিচ্ছি।

যুদ্ধবিরতির তিনি আরো জানান যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে কাজ করছে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর