২৪ অক্টোবর, ২০২৩ ১৩:৪৬

হিজবুল্লাহ সম্পর্কে যা বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

হিজবুল্লাহ সম্পর্কে যা বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট

ফরাসি প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রেসিডেন্ট

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ বলেছেন, হিজবুল্লাহ ‘আগুন নিয়ে খেলছে’। তিনি আরও বলেছেন, ইসরায়েলে হামলা চালালে লেবাননকে মূল্য দিতে হবে। 

গত ৭ অক্টোবর হামাসের হামলাকে ‘আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ নৃশংসতা’ হিসেবেও বর্ণনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট। যদিও ইসরায়েলি বাহিনী শত শত নারী ও শিশুসহ পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে সেটা নিয়ে তিনি কোনো কথা বলেননি। 

গার্ডিয়ানের খবর অনুসারে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ‘আগুন নিয়ে খেলছে’ বলে অভিযোগ করেছেন হারজোগ। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হারজোগ বলেন, ফ্রান্সসহ বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষের উত্থানে তিনি উদ্বিগ্ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধপরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল ও ভঙ্গুর’ আখ্যায়িত করে তিনি বলেন, ইসরায়েল ‘অপহৃত ও ছিনতাই হওয়া আমাদের সব নাগরিকের অবিলম্বে মুক্তি’ দিতে হবে।

তিনি বলেন, ইসরায়েলি পাসপোর্টধারী হামাসের হাতে আটক ব্যক্তি এবং ‘অন্য কোনো নাগরিকত্বধারী'র মধ্যে ইসরায়েল কোনো পার্থক্য করে না। তারা সবাই এক। এ সময় তিনি বলেন, আমরা তাদের অবিলম্বে ফেরত চাই। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর