৭ নভেম্বর, ২০২৩ ০৫:৫৮

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ২২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২৫২ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।

এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ৪ হাজার ১০৪টি শিশু ও ২ হাজার ৬৪১ জন নারী রয়েছেন। আর উপত্যকাটিতে পাশবিক হামলায় আহত হয়েছেন ২৫ হাজার ৪০৮ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

গাজায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন ১৯২ জন চিকিৎসাকর্মী। এ সময় ১৬টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে ৩২টি অ্যাম্বুলেন্স।

রবিবার গাজার আল-রানতিসি হাসপাতালে দু’বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালটির সোলার প্যানেল ও পানির ট্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র ও বিশেষায়িত শিশুদের চিকিৎসাকেন্দ্রেও হামলা হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। শিশুসহ আহত ৭০।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর