৯ নভেম্বর, ২০২৩ ০৬:৩৫

গাজায় আরও ৫ ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস

অনলাইন ডেস্ক

গাজায় আরও ৫ ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস

ফাইল ছবি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, উত্তর গাজার 'আত্তাউয়াম' এলাকায় তাদের স্নাইপারের গুলিতে  আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এছাড়া গাজার বিভিন্ন স্থানে আরও পাঁচটি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। গত ৩৩ দিন ধরে গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে গাজায় ইসরাইলের স্থল অভিযান চলছে গত ১৩ দিন ধরে। স্থল অভিযান চালাতে গিয়ে ব্যাপক মার খাচ্ছে দখলদার বাহিনী।

বুধবার সকালে হামাসের সামরিক শাখা জানিয়েছিল, তারা ২৪ ঘণ্টায় আশ-শাতি শরণার্থী শিবিরের কাছাকাছি এলাকায় এবং বেইত হানুনে ইসরাইলের ১৫টি সামরিক গাড়ি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ইসরাইলের স্থল বাহিনীর গাড়ি বহরে বহু রকেট দিয়ে আঘাত হানা হয়েছে।

এদিকে, হামাসের আল কাস্সাম ব্রিগেড আজও ইসরাইলের তেল আবিবে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার যেসব ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস করা হয়েছে সেগুলো ধ্বংসেও 'ইয়াসিন-১০৫' রকেট ব্যবহার করা হয়েছে। 

সূত্র : পার্সটুডে 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর