১৪ নভেম্বর, ২০২৩ ১১:১২

যে শর্তে ৭০ জিম্মিকে মুক্তির প্রস্তাব দিল হামাস

অনলাইন ডেস্ক

যে শর্তে ৭০ জিম্মিকে মুক্তির প্রস্তাব দিল হামাস

জিম্মিদের স্মরণ করছে ইসরায়েলিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ৭০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জিম্মি মুক্তির জন্য একটি প্রস্তাব দিয়েছেন। 

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক অডিও বার্তায় উবায়দা বলেন, কাতারি ভাইদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যদি শত্রুরা ৫ দিনের যুদ্ধবিরতি দেয়— সেক্ষেত্রে ৭০ জন ইসরায়েলিকে আমরা মুক্তি দেবো।

তিনি স্পষ্ট করেন, ‘বিরতি বলতে আমরা সম্পূর্ণ যুদ্ধবিরতি বুঝিয়েছি; আর এই বিরতির সময় অবশ্যই গাজা উপত্যকার সব এলাকায় ত্রাণ মানবিক সহায়তা প্রদান করতে হবে।’

তবে এটা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর