গাজা উপত্যকার আনাদোলুর ক্যামেরাপারসন মনতাসের আল-সাওয়াফ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা অন্তত ৭২ জনে দাঁড়িয়েছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস তাদের সর্বশেষ আপডেটে নিহত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সংখ্যা ৫৭ জনে উন্নীত করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল