ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজায় যুদ্ধে নিহত তিন সৈন্যের নাম ঘোষণা করেছে। সোমবার সকালে গাজা উপত্যকায় যুদ্ধে নিহত তিন সৈন্যের নাম প্রকাশ করা হয়।
সৈন্যদের নাম সার্জেন্ট-মেজর। (রেস) নেরিয়া শায়ের (৩৬), জেরুসালেমের ২২ বছর বয়সী বেন জুসম্যান (২২) এবং জিহরন ইয়াকভের সার্জেন্ট বিনিয়ামিন ইয়েহোশুয়া নিধহাম (১৯)।
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা সাহসকিতার সঙ্গে মোকাবিলা করছে ইসরায়েলের পদাতিক বাহিনীর।
গোষ্ঠীটি দাবি করেছে, এক অভিযানেই দখলদার ইসরায়েলের ৬০ সেনা নিহত হয়েছে। রবিবার গাজার মধ্যাঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।
তাদের দাবি, রবিবার ভোরে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। যেখানে ৬০ ইসরায়েলি সেনা অবস্থান করছিল।
এ ব্যাপারে আল-কাসেম ব্রিগেডস বলেছে, রবিবার ভোরে আমাদের সদস্যরা বৃত্তাকারভাবে তিনটি সেনাবিধ্বংসী (এন্টি-পারসোনেল) বিস্ফোরক স্থাপন করে এবং ভোর সাড়ে ৪টার দিকে সেগুলোতে বিস্ফোরণ ঘটায়। সেখানে একটি তাঁবুতে ৬০ ইসরায়েলি সেনা ছিল। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের জুহোর অ্যাড-দিক অঞ্চলে এই অভিযান চালানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল