ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ফিলিস্তিনে সংঘাতের মধ্যে বারবার এ অঞ্চলে হামলা চালিয়ে পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এড়াতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার এক্সের এক পোস্টে আমির আবদুল্লাহিয়ান বলেন, গত মাসে সুইজারল্যান্ডে এক বৈঠকে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনকে সতর্ক করে বলেছিলেন, ‘এ অঞ্চলের বর্তমান সংকটের কোনো সামরিক সমাধান নেই।’
তিনি লেখেন, ‘আপনারা আমাদের ক্রোধ পরীক্ষা করতে আসবেন না। ইরাক, সিরিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনের (গাজা ও পশ্চিম তীর) নিরাপত্তাকে আমরা এ অঞ্চলের নিরাপত্তা বলে মনে করি।’
ইরনার খবর অনুসারে, ফিলিস্তিনের সমর্থনে আঞ্চলিক জলসীমায় চলাচলকারী ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজকে ইয়েমেনের হুতি বিদ্রোহী হামলা করছে। এছাড়া ইরাক ও সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো এ অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথ হামলা চালাচ্ছে।
এসবের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান এই বার্তা দিলেন।
আমিরআবদুল্লাহিয়ান তার বার্তায় আবারও ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলা এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার তীব্র নিন্দা জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল