ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির (আইএসআইএস) নতুন এক প্রতিবেদনে ইরানের পরমাণু অস্ত্র প্রাপ্তির কাছাকাছি আছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রথমবারের মতো সংস্থাটির ছয়টি রেটিংয়ের মধ্যে সর্বোচ্চ ‘এক্সট্রিম ডেঞ্জার’ এ উন্নীত করা হয়েছে।
আইএসআইএস ১৯৯০-এর দশক থেকে ইরানের পরমাণু কর্মসূচি অনুসরণ শুরু করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে ইরানের ‘ব্রেকআউট’ সময় শূন্য – অর্থাৎ ইরানের কাছে ‘যথেষ্টের চেয়ে বেশি ইউরেনিয়াম সংরক্ষিত আছে।
ইউরেনিয়াম নিজেই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় একমাত্র উপাদান নয়, যদিও এটি পাওয়া সবচেয়ে কঠিন।
আইএসআইএস বলেছে, ইরান যদি তার ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম (ডব্লিউজিইউ) সমৃদ্ধ করতে চায়... এটি খুব তাড়াতাড়ি করতে পারে।
প্রতিবেদন অনুসারে, ইরান তার ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্র একটি ভগ্নাংশ ব্যবহার করে এক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত অস্ত্র-গ্রেড সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল